এসএসসি ৯৯ ব্যাচ ক্রিকেট টূর্ণামেন্টে রয়েল কিংস ৯৯ ও আইল্যান্ড ওয়ারিয়র্স-৯৯ মহেশখালী’র শুভ সূচনা

সোয়েব সাঈদ:
বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ ব্যাচ ভিত্তিক সংগঠন ‘এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা’র রজত জয়ন্তী উৎসব উপলক্ষ্যে “এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট, সিজন-০২” শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার, ১ ডিসেম্বর সকাল ৯ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচে জয়লাভ করে- বর্তমান চ্যাম্পিয়ন রয়েল কিংস ৯৯ এবং আইল্যান্ড ওয়ারিয়র্স ৯৯, মহেশখালী। সকালে ৯ টায় উদ্বোধনী ম্যাচে ৯৯ ক্রিকেট-১১ চকরিয়াকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়েল কিংস ৯৯। এতে ম্যান অব ম্যাচ এর পুরস্কার পান বিজয়ী দলের খেলোয়াড় সুমন।
বেলা ২ টায় আসরের দ্বিতীয় ম্যাচে শক্তিধর টিম বেঙ্গল ৯৯ কে হারিয়ে চমক সৃষ্টি করে প্রথমবারের মতো অংশ নেয়া আইল্যান্ড ওয়ারিয়র্স ৯৯, মহেশখালী। এ ম্যাচে বিজয়ী দলের খেলোয়াড় দিদার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান।
“এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট, সিজন-০২” এর আহবায়ক দিদারুল আলম রাজিব ও সদস্য সচিব কাজল শর্মা জানিয়েছেন- টূর্ণামেন্টে এসএসসি ৯৯ ব্যাচের সদস্যদের নিয়ে গঠিত ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- বর্তমান চ্যাম্পিয়ন রয়েল কিংস ৯৯, ৯৯ ক্রিকেট-১১ চকরিয়া, উখিয়া ৯৯ ক্রিকেট একাদশ, দ্যা লিজেন্ড অব টাইটানস, বেঙ্গল ৯৯ এবং আইল্যান্ড ওয়ারিয়র্স-৯৯, মহেশখালী।
তাঁরা আরও জানান- শীঘ্রই বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার রজত জয়ন্তী উৎসব আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে “এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট, সিজন-০২” এর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের ট্রপি বিতরণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো, সহ সভাপতি মোহাম্মদ আলীর, যুগ্ন সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ, প্রতিষ্ঠাতা আহবায়ক মীর মুহাম্মদ আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য শেফায়েত সালাম রিয়াদ, “এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট, সিজন-০২” এর আহবায়ক দিদারুল আলম রাজিব ও সদস্য সচিব কাজল শর্মা, যুগ্ন আহবায়ক ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ক্রিকেট লীগ-সিজন-০১ এর আহবায়ক তানভীর মোকাম্মেল জোসেফ, সদস্য সচিব আসিফ রেজা, অনলাইন ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম’৯৯ সমন্বয় কমিটির আহবায়ক তথ্য প্রযুক্তিবিদ আরিফুল ইসলাম, যুগ্ন আহবায়ক ফখরুল আলম, দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি ওয়াহিদ রুবেল টূর্ণামেন্টে মিডিয়া উপ কমিটির সদস্য রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সিবিএন প্রতিবেদক জাহাঙ্গীর আলম শামস প্রমূখ।
এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভূট্টো জানান- ২০১১ সালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে কক্সবাজারে ৯৯ ব্যাচের যাত্রা শুরু হয়। এরপর থেকে চিত্তবিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি, মেডিকেল ক্যাম্প পরিচালনা, দান/সাদকা/যাকাত ফান্ড গঠন ও বন্টন, এতিমখানা ও মাদ্রাসায় অর্থ সহায়তা ও টিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় কর্মহীন জেলেদের পাশে দাঁড়ানো, সবার আগে সরকারের সহযোগী হিসেবে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা, করেনাকালীন খাদ্যসামগ্রী বিতরণসহ নানান কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এছাড়া ক্রীড়া চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ সংগঠন নিয়মিত ক্রিকেট টূর্ণামেন্ট এবং অনলাইন ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম’৯৯ আয়োজন অব্যাহত রেখেছে।

  •  
  •  
  •  
  •  
  •