নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের সদর উপজেলার খরুলিয়া টেক নামক এলাকায় পর্যটক ভেবে গাড়ি গতিরোধ করে বাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহোযোগিতায় অভিযুক্ত ছিনতাইকারীদের পরিচয় সনাক্ত করা হয়েছে।
অভিযুক্ত ছিনতাইকারীরা হলেন, খরুলিয়া এলাকার সাবেক মেম্বার শামশু আলমের পুত্র আরমান।
ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন,স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে অভিযুক্ত ছিনতাইকারী ও তার সহযোগীদের পরিচয় সনাক্ত করা হয়। এই আরমান প্রায় সময় পর্যটকসহ বহিরাগতদের থামিয়ে ছিনতাই করে।তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। পড়শুও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, ভুক্তভোগী সাংবাদিক বিষয়টি আমাদের জানালে তাৎক্ষণিক আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাংবাদিককে উদ্ধার করেন।অভিযুক্ত ছিনতাইকারীকেগ্রেফতারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী সাংবাদিক সাইদুল ফরহাদ জানান, রামু চা বাগান এলাকা কিছু রেস্তোরাঁর কারণে বেশ পরিচিত লাভ করেছে।আমিসহ আমার কয়েকজন বন্ধু নিয়ে ঐখানে যায়। খেয়ে ফিরার পথে Fz v3 একটা বাইক নিয়ে তিনজন যুবক টস লাইট জ্বলিয়ে আমার চলন্ত বাইক গতিরোধ করে। পরে কি হয়েছে জানতে চাইলে বাইকের চাবি নিয়ে টানাটানি করে। চাবি না দেওয়ায় চুরি আঘাতের চেষ্টা করে। আমার হাতে হেলমেট থাকায় চুরি শরীরে লাগেনি।