রামু-উখিয়ার আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল

সোয়েব সাঈদ, রামু
সুশিক্ষিত প্রজন্মই রক্তের বন্ধন সুদৃঢ় রেখে সমাজকে আলোকিত করে। রক্তের সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করলে সমাজে নৈতিক অধঃপতন নেমে আসে। রক্তের সম্পর্ক সামাজিক বন্ধন টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রামুতে আবদুল আলী সিকদার বংশের ২১তম ইছালে ছওয়াব মাহফিলে এ কথা বলেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী।
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালংস্থ আবদুল আলী সিকদার বংশের জাফর আলী সিকদার প্রজন্ম পুরুষ মরহুম নজরুল ইসলাম সিকদারের গৃহাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী ‘ইছালে ছওয়াব মাহফিলে প্রধান আলোচকের বক্তৃতা করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রধান উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল মনসুর।
রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি সার্জেন্ট (অব:) মাহমুদুল হক সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইছালে ছওয়াব মাহফিলে নিজ বংশ পরিচিতি উপস্থাপন করে বক্তৃতা করেন, আবদুল আলী সিকদার বংশের প্রজন্ম পুরুষরা।
এতে প্রধান আলোচক অ্যাডভোকেট আবুল মনসুর বলেন, আমাদের আত্মীয়তার বন্ধন ও সামাজিক বন্ধনকে ধরে রাখতে হবে। আত্মীয়তার বিশ্বাসকে বাড়াতে হবে। আত্মীয়তার বন্ধনকে ধরে রাখতে হলে, পরিশ্রম করতে হবে। শিক্ষাকে ব্রত হিসেবে নিতে পারলেই, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পাবে। সব কিছুই ক্ষয় হয়, কিন্তু বিদ্যার ক্ষয় হয়না। শিক্ষিতের কলম বেশি চলে। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুন্দর প্রাপ্তির জন্য বিশ্বাস অর্জন হবে। সুন্দর বিশ্বাসে আত্মীয়তার সম্পর্কের উন্নয়ন ঘটে।
আত্মীয়তা ও সামাজিক বন্ধন সম্পর্কে আলোচনা করেন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী, ধেচুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা  মোহাম্মাদ আবু তাহের, মাওলানা মোহাম্মদ আইয়ুব সিকদার, মাওলানা মাহমুদুল হক, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সেকশন অফিসার সোহাগ চৌধুরী।
মাহফিলে বক্তারা বলেন, বংশের পরিচয় জেনে ও পরষ্পর ভালোবাসার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, শরিয়তের বড় হুকুম। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর আর্থিক অবস্থান ও হায়াত আল্লাহ বাড়িয়ে দেন।
ইছালে ছওয়াব মাহফিলে ‘আবদুল আলী সিকদার বংশ’ ও নিজ পরিচিতি উপস্থাপন করে বক্তৃতা করেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক সিকদার, রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটির আহŸায়ক অ্যাডভোকেট ইছহাক শাহরিয়ার নিক্সন, হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য অ্যাডভোকেট তানভীর শাহ, নুরুল হুদা মানিক, মিজানুর রহমান সিকদার, শমশের আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মাস্টার আলী আহমদ, মাওলানা হেলাল উদ্দিন, আনোয়ার উল হক সিকদার, মোহাম্মদ ইয়াছিন সিকদার, হোছন আলী সিকদার প্রজন্ম কমিটির আহŸায়ক ফরিদুল আলম, সদস্য মোরশেদ আলম, জাফর আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন সিকদার, মাগন আলী সিকদার প্রজন্ম কমিটির জাহাঙ্গীর সিকদার, জব্বার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মো. আবদুল্লাহ ফারুক, মো. মুফিজুর রহমান ও ছৈয়দ আলম প্রমুখ।
দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রয়াত ব্যক্তিদের স্মরণে খতমে কোরআন, তছবি তাহলীল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচিতি সভার পরে মেজবানে অংশ নেন প্রজন্ম সদস্যরা। আবদুল আলী সিকদার বংশের জাফর আলীর সিকদার প্রজন্ম কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •