রামু প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

রামু প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রামু প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিকাল তিনটায় রামু প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া।
রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন- রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য কফিল উদ্দিন, সদস্য আহমদ ছৈয়দ ফরমান, সুজন চক্রবর্তী, মো. আবদুল্লাহ, সহযোগি সদস্য প্রকাশ সিকদার।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দু’আ ও মুনাজাত পরিচালনা করেন রামু প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। একইদিন বিকাল ৫ টায় রামু প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়। রামু প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক পিকনিক আয়োজনসহ ক্লাবের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •