রামু প্রতিনিধি:
রামুতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল আটটায় রামু উপজেলা পরিষদ জামে মসজিদে এ উপলক্ষ্যে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন- ইসলামিক ফাউন্ডেশন রামুর সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা নুরুল আজিম ও সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন আনচারী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আবু বক্কর ছিদ্দিক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেড় শতাধিক আলেম, খতীব ও হাফেজ অংশগ্রহণ করেন।
এছাড়াও একইদিন বাদ যোহর জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রামু উপজেলার সকল মসজিদে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দু’আ ও মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন- পানিরছড়া স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মমতাজ আহমদ।