সোয়েব সাঈদ, রামু
ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু-কক্সবাজার সদর (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্চলিক শাখা) এর সাধারণ পরিষদ ও পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির এক যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুমাদাল উখরা,২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় রামু মাজহারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, রামু জামেয়া দারুল উলুম চাকমারকুলের মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আল্লামা সুলতান যওক নদভী ও আল্লামা ওবাইদুল্লাহ হামযার নেতৃত্বাধীন নিয়মতান্ত্রিক কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’র অধীনে মারকাযী (কেন্দ্রীয়) পরীক্ষায় অংশগ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে ইত্তেহাদুল মাদারিস রামু-কক্সবাজার সদর (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্চলিক শাখা) বার্ষিক আঞ্চলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিভিন্ন মাদ্রাসার পরিচালক, শিক্ষা পরিচালকসহ প্রতিনিধিত্বশীল ওলামায়েকেরামের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় আলোচকবৃন্দ বলেন, সরকার যে শিক্ষানীতি বাস্তবায়ন করতে চলেছে তা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর চেতনা ও সংস্কৃতি বিরোধী। এমতাবস্থায় শিশুদের যথাযথ শিক্ষার আলোকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আলেমসমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীর জাতিগত চাহিদা ও জাতীয় স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেই বিজ্ঞানবান্ধব শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তাহলেই সচেতন অভিভাবক মহলসহ জনমনে স্বস্তি আসবে।
গুরুত্বপূর্ণ এ সভায় বক্তব্য রাখেন, ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মুসলিম, জামেয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর পরিচালক মাওলানা আজিজুদ্দিন, দারুল উলুম চাকমারকুলের শিক্ষা পরিচালক মাওলানা মুফতি কামাল হোসাইন, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, ঈদগাঁহ বোয়ালখালী মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা নুরুল হাকিম, খুরুশকুল অদুদিয়া তালিমুদ্দিন মাদ্রাসার পরিচালক মাওলানা এমদাদুল্লাহ হাসান, ঈদগড় হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম, কক্সবাজার লাইটহাউজ দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আলী, রামু মাজহারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন, জামেয়া এমদাদিয়া পোকখালীর শিক্ষা পরিচালক মাওলানা জুনাইদ, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, রশিদনগর আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা রহমতুল্লাহ, নাইক্ষ্যংছড়ি আল-মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহর পরিচালক মাওলানা জালাল উদ্দিন, চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুমের মুহতামিম মাওলানা হাফেজ নিয়ামত উল্লাহ, ঈদগাঁও মাইজপাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আবু তাহের, ঈদগড় হাফেজিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, লিংকরোড মাশরাফিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা কারী রুহুল কাদের, ঈদগড় চর পাড়া তা’লিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ছৈয়দ নূর, খুরুশকুল মদীনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হোছাইন আহমদ, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আনিসুল মোস্তফা, রামু মাজহারুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মোখলেসুর রহমান, ঈদগাঁও মাইজপাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুরুচ্ছফা, চৌফলদণ্ডী নোমানিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা রুকনদ্দীন, নাইক্ষ্যংছড়ি আল-মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহর শিক্ষা পরিচালক মাওলানা ইউনুছ, লাইটহাউজ দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফিজ উদ্দিন, ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মাওলানা জুনাইদ, ঈদগাও আল-গিফারী ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা আব্দুর রহিম, সহকারী পরিচালক মাওলানা মনছুর আলম, পাহাশিয়াখালী এশাআতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা এহসানুল হক, মাদ্রাসা মানারুল কুরআনের মাওলানা রকিবুল ইসলাম, আলির জাহাল আল-ফারুক ইসলামিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সিরাজুল হক, শিক্ষা পরিচালক মাওলানা আব্দুর রহিম, উখিয়ারঘোনা লামার পাড়া মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা শহিদুল্লাহ, গর্জনিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মাওলানা আব্দুল কুদ্দুস, ঈদগড় সা’আদ ইবনে আবী ওয়াক্কাস র. মাদ্রাসার মাওলানা হাবিবুর রহমান, খুনিয়াপালং ছাদিরকাটা মদীনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবু নাছের, মনিরঝিল মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ, মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা বেলাল উদ্দিন, ধাউনখালী পূর্বপাড়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।