প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮,৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সামনে রেখে রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় ৮,৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোবাইল/স্ট্রাইকিং/স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আনসার ও ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক জনাব মোঃ সাইফুল্লাহ্ রাসেল জানান ৭ জানুয়ারী-২০২৪ খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে বিভিন্ন নাশকতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম বিভাগের আওতাধীন ০১ টি সিটি কর্পোরেশনের ০২ টি জোন ও ০৫ টি জেলা এবং চট্টগ্রাম রেঞ্জে ৫৬ জন রিজার্ভ ফোর্স সহ মোট ৬৩২ জন আনসার ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, মোবাইল, স্ট্রাইকিং ফোর্স হিসেবে চট্টগ্রাম রেঞ্জ হতে সিলেট রেঞ্জে ১৯২ জন, রংপুর রেঞ্জে ৯৬ জন, রাজশাহী রেঞ্জে ৪৬৪ জন,বরিশাল রেঞ্জে ২৪০ জন, কুমিল্লা রেঞ্জে ১৯২ জন, ময়মনসিংহ রেঞ্জে ১০৪ জন সহ মোট ১২৮৮ জন আনসার ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছে। আনসার ব্যাটালিয়নের সদস্যরা ২৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ হতে মোবাইল/স্ট্রাইকিং/স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা নির্বাচনের বিভিন্ন নাশকতা ঠেকাতে কাজ করে যাচ্ছে।