রামুর সংবাদপত্রসেবী মাওলানা হামিদ উল্লাহর ইন্তেকাল, রামু প্রেস ক্লাবের শোক

রামু প্রতিনিধি:
রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারি ও রামু সংবাদপত্র এজেন্ট নিউজ ওয়ার্ল্ড এন্টারপ্রাইজে দীর্ঘদিন স্বেচ্ছায় সেবা দেয়া মাওলানা হামিদ উল্লাহ (৪৯) শুক্রবার, ২৯ ডিসেম্বর ভোর ৫ টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা হামিদ উল্লাহ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামের মরহুম মাওলানা নুরুল হুদার ২য় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
শুক্রবার বাদজুমা রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ময়দানে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। জানাযার মরহুমের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন-ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ, মাওলানা আখতার হোছাইন ও মরহুমের বড় ভাই কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার অফিস সহকারি কেফায়েত উল্লাহসহ স্থানীয় ও ধর্মীয় নেতৃবৃন্দ। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মাওলানা হামিদ উল্লাহর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য মাওলানা হামিদ উল্লাহ খুবই ধর্মপরায়ন, অমায়িক, স্বজ্জন ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত সংবাদপত্র পড়তেন এবং সাংবাদিক ওবাইদুল হক নোমানের মালিকানাধিন রামু সংবাদপত্র এজেন্ট ‘নিউজ ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ’ এ দীর্ঘদিন স্বেচ্ছায় সেবা দেয়া দিয়ে আসছিলেন। রামুর সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে তিনি ছিলেন সুপরিচিত মুখ। তাঁর মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর নামাজে জানাযায় বিপুল সংখ্যক জনতা শরিক হন।
সংবাদপত্রসেবী মাওলানা হামিদ উল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের ডেপুটি এডিটর ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা হামিদ উল্লাহ, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি ছড়াকার দর্পণ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, সহ-সভাপতি এসএম জাফর, এম আবদুল্লাহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য এইচবি পান্থ, প্রসূন বড়ুয়া, হামিদুল হক, এসএম হুমায়ন কবির, কামাল হোসেন, হাবিবুর রহমান সোহেল, আহমদ ছৈয়দ ফরমান, শিপ্ত বড়ুয়া, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, সহযোগি সদস্য প্রকাশ সিকদার ও মিজানুল হক। এক বিবৃতিতে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন

  •  
  •  
  •  
  •  
  •