সোয়েব সাঈদ, রামু
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাস্টার আবদুর রহিম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
মাস্টার আবদুর রহিম রামু’র দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পূর্ব উমখালীর মোক্তারবাপের পাড়ার মরহুম ফজল করিম ও মরিয়ম খাতুনের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, এক কন্যা সন্তান, অসংখ্য ছাত্র ছাত্রী সহ গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় পূর্ব উমখালী মোক্তারবাপের পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মাস্টার আবদুর রহিম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ জনতা শরিক হন। জানাযায় ইমামতি করেন- মরহুমের মামা মাস্টার শামসুল হক।
জানাযাপূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করেন- রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজ্বী শহীদুল্লাহ সিকদার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মৌলানা আখতার হোছাইন। এসময় পরিবারের পক্ষে বক্তব্য রাখেন- মরহুমের ছেলে ফজলুল হাবিব মাসুদ বাবু। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য মাস্টার আবদুর রহিম একজন নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক ছিলেন। সদালাপী, হাস্যোজ¦ল এ শিক্ষকের মৃত্যুতে প্রাচীন বিদ্যাপীঠ রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মচারী, সাবেক শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তুরের জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে সবাই প্রিয় শিক্ষককে একনজর দেখার জন্য পূর্ব উমখালী মোক্তার বাপের পাড়াস্থ বাড়িতে ভীড় জমান।
॥ হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি’র শোক ॥
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাস্টার আবদুর রহিম (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। ঢাকা থেকে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।