রামুতে পুকুরে ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুর গর্জনিয়ায় পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াঙ্গরকাটা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত লাশ গর্জনিয়া ঘোনার পাড়া এলাকার মৃত ইমাম শরীফের ছেলে ছুরুত আলমের বলে শনাক্ত করেছে তার পরিবার।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াঙ্গরকাটা গ্রামের পুকুরে পাড় থেকে হঠাৎ দুর্গন্ধ আসছিল। এ সময় স্থানীয় বাসিন্দারা পুকুরে কিনারায় গিয়ে মরদেহটি ভাসতে দেখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ছুরুত আলম ওই স্থানের আশপাশে জমিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে আসছিল।

ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •