প্রেস বিজ্ঞপ্তিঃ সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যথাযথ মর্যাদার সাথে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় স্কাসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ র্যালীযোগে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে পৌছে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ ভাষা শহিদদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং শহিদদের রুহের মাগফিরাতের জন্য প্রার্থনা করা হয়। উক্ত আলোচনা সভায় স্কাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
এছাড়াও স্কাসের কেন্দ্রীয় কার্যালয় সহ সকল আঞ্চলিক ও প্রকল্প অফিসে স্ব স্ব স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহিদদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।