রামুতে ২০০ লিটার মদসহ আটক ১

 

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে ২০০ লিটার মদসহ রমজান আলী নামে এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ। এসময় পাচারে ব্যবহৃত একটি সিএনজিও আটক করা হয়।

২৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পূর্ব রাজারকুল এলাকার শাহ আলম এর দোকানের সামনে হতে তাকে আটক করা হয়।

আটক যুবক রমজান আলী (২৪) পূর্ব রাজারকুল এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।

 

অভিযানে নেতৃত্বদানকারী এসআই সোহরাব জানান, তথ্য ছিল তারা দীর্ঘদিন যাবত মদ পাচার করে আসছিল। স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় আজ সন্ধায় অভিযান চালালে ২০০ লিটার মদ সহ রমজান আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •