রামুতে ক্রয়কৃত জমি জোর পূর্বক জবর দখলের অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক জবর দখলের  অভিযোগ উঠেছে। পিলার ও কাটাতাদের বেড়া দিয়ে দীর্ঘদিনের দখলীয় জমি দখলে নেয় প্রতিপক্ষের লোকজন। এ সময় অসংখ্য মাদার ট্রি কেটে লুটপাট করেছে বলে দাবি ভুক্তভোগী জমির মালিক সিরাজুল ইসলামের। ২৮ ফেব্রুয়ারী (বুধবার) সকাল সাড়ে দশটায় রামু উপজেলার রেল জংশন সংলগ্ন খন্দকার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জমির মালিক সিরাজুল ইসলাম জানান, রামুর তেচ্ছিপুল খন্দকার পাড়ার মৃত সুলতান আহম্মদের পুত্র সিরাজুল ইসলাম ২৩/৭/২০১৯ সালে বিএস দাগ ২১১১ ও বিএস ১৩১০ খতিয়ানের রেকর্ডিয় মালিক সাহাব মিয়ার কাছ থেকে ৯ শতাংশ জমি খরিদ পূর্বক সৃজিত বিএস খতিয়ান ৩৫৫৬ সৃজন করে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন। এদিকে সড়ক সংলগ্ন জমি হওয়ায় উক্ত জমি দীর্ঘদিন থেকে প্রভাব খাটিয়ে জোর পূর্বক দখলের পায়তারা করে আসছিল ফতেখাঁরকুল (৩নং ওয়ার্ড) সিকদার পাড়া এলাকার মৃত নুরুল আমিনের পুত্র মোঃ ফয়সাল আহমদ। এরিইসূত্র ধরে বুধবার সকালে মোঃ ফয়সাল আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাটিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অনধিকারভাবে প্রবেশ করে জোরপূর্বকভাবে জমি দখলের কার্যক্রম চালায়। এসময় বাধাপ্রদান করতে চাইলে জমির মালিক সিরাজুল ইসলাম বেদড়ক মারধরের শিকার হন। পরে ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে আদালতে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান সিরাজ। এদিকে প্রতিপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্ত্বাহীনতায় ভূগছেন ভূক্তভোগী জমির মালিক সিরাজুল ইসলাম। তিনি জবর দখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •