শওকত ইসলাম, রামু
কক্সবাজারের রামুতে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী আর্থিক সাক্ষরতা ও শিক্ষায় সমৃদ্ধির পথে সবাই মিলে এগিয়ে যাই এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (৪ মার্চ) সকালে আইএফআইসি ব্যাংক রামু শাখার আয়োজনে জেনাস কনফারেন্স রুমে এ আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
কক্সবাজার ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আফসানা জেসমিন পপি।
কক্সবাজার ব্রাঞ্চ অফিসার এস এম আলি আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারীর ম্যানেজিং ডাইরেক্টর আশীষ বণিক,সাংবাদিক আনিস নাঈম।
এসময় বক্তারা বলেন, প্রাত্যহিক জীবনে বহুমাত্রিক কার্যক্রমের মধ্য দিয়ে নারীরা সরাসরি ভূমিকা রাখছে। দেশের স্বনির্ভর অর্থনীতির বিনির্মাণে রামু উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে নারী বান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা। পেশাজীবী নারীদের এই অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ও ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে সম্প্রতি আইএফআইসি ব্যাংক রামু শাখায় আয়োজন করেছে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মসূচি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আলীর জাহাল উপ-শাখার ইনচার্জ সাইমা ইসলাম, রামু শাখার ম্যানেজার জসিম উদ্দিন, অফিসার মো. মিজানুর রহমান, নওরিন জাহান নূরী, আফরিন জাহান সীমু, অফিস সহকারী সাইফুল ইসলাম, আব্দুল আজিজ সহ বিভিন্ন গ্রামের প্রায় ৫০ জন নারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।