গর্জনিয়ার চৌধুরী বংশের খ্যাতিমান সুলতান চৌধুরীর চিরবিদায়: জানাজা শনিবার সকাল ৯টায়

 

 

প্রেস বিজ্ঞপ্তি :

রামুর বৃহত্তর গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান মরহুম ইসলাম মিঞা চৌধুরীর বড় ছেলে খ্যাতিমান পুরুষ আলহাজ্ব সুলতান আমহদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর স্ত্রী রামুর বিশিষ্ট জমিদার সুলতান আহমদ চৌধুরীর কণ্যা আলহাজ্ব ছেনুআরা বেগম চৌধুরীও মারা গেছেন আগেই।

মরহুম আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী কর্মময় ও ধর্মভীরু পুরুষ ছিলেন। তিনি আমৃত্যু রামু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সিকদারপাড়া আমির আলি চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।

মরহুমের ভাতিজা গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন- শনিবার সকাল ৯টায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে আমির আলি চৌধুরী জামে মসজিদস্থ পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •