কাজী এম,আবদুল্লাহ আল মামুন:
কক্সবাজার জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যান সমিতির দিনব্যাপী
আনন্দ ভ্রমন ৯ মার্চ শনিবাব সফল ভাবে সম্পন্ন হয়েছে,
সকাল ১১ টায় সমিতির সদস্যরা জেলা শহর থেকে যাত্রা করে বেলা ১২ টায় লামা উপজেলার মিরিন্জা পর্যটন স্প্ট, দুপর ১ টায় লামা পৌরসভা ভবনস্হ বীর বাহাদুর কানন,পরিদশর্ন শেষে বেলা ২ টায় চকরিয়া উপজেলার সুরাজ পুর মানিকপুরস্হ অন্যতম পর্যটন স্পর্ট ” নিভৃতে নিসর্গে”এসে মধ্যাহ্ন ভোজে অংশ নেন,
বিকেল ৪ টায় জেলা সভাপতি কাজী শাহাদাতুল ইসলামের সভাপতিত্বে ওই স্পটস্হ পাহাড়ের চুড়ায সমিতির বার্ষিক সভা অনুষ্টিত হয়,
সমিতির জেলা সহসভাপতি কাজী এরশাদুল্রাহর মনোমুগ্ধকর সঞ্চালনা ও দপ্তর সম্পাদক কাজী সাইফুল্লাহর কোরান তেলাওয়াতে শুরু হওয়া সভায় বক্তব্যে রাখেন কাজী মুহিব্বুল্রাহ, কাজী এনামুর হক কাজী বেলাল উদ্দীন,,কাজী নুরুল হক,কাজী শরাফতুল ইসলাম,
কাজী আবদুল মাজেদ,কাজী শফিউল আলম,