উখিয়া অনলাইন প্রেসক্লাব’র ভবন নির্মাণ কাজ পরিদর্শনে কোস্ট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ভবন নির্মাণকাজ পরিদর্শন করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সংস্থার প্রতিনিধিদল।

বুধবার(২০ মার্চ) দুপুরে রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্মাণ কাজ পরিদর্শন করে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করে সংস্থাটি। পরিদর্শনের সময় কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে জমির পরিমাণ সহ ভবন নির্মাণের নকশা বিষয়ে অবগত করেন ক্লাবের সভাপতি শফিক আজাদ। পরিদর্শনকালে সংস্থার বিভিন্ন পদস্থ কর্মকর্তা সহ ক্লাবের দায়িত্বরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম বলেন,”উখিয়া অনলাইন প্রেসক্লাবকে কোস্ট ফাউন্ডেশন সবসময় সহযোগিতা করে আসছে। পেশাদার গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মশালা আয়োজন করে প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করে আসছে কোস্ট ফাউন্ডেশন। নতুন ভবন নির্মাণকাজেও আমাদের সংস্থার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

নির্মাণকাজ পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস প্রদান করায় কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান উখিয়া অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •