জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির ইফতার সম্পন্ন

 

কাজী এম,আবদুল্লাহ আল মামুন:
কক্সবাজার জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যান সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা ৩০ মার্চ শনিবার বিকেলে কক্সবাজার কলাতলীস্হ ইউনি রিসোর্ট হল রুমে জেলা সভাপতি কাজী শাহাদাতুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব কাজী সালাহউদ্দীন মুহাম্দ তারেকে মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্টিত ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তারা বলেন মাহে রমজানের রোজা মানুষের আত্নাকে পরিশুদ্ধ করে,ব্যক্তি, পরিবারও সমাজ জীবনে অত্যান্ত সৃশৃংখল ভাবে চলার শিক্ষা দেয়,
হিংসা,বিদ্ধেষ,হানাহানি ও আত্ন-অহংবোধ ভুলে গিয়ে সুখী ওসুন্দর সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্টার নামই হলো মাহে রমজান,
সভায় সমাপনি বক্তব্যে জেলা সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম বলেন
ঐক্যই শক্তি, জেলা সমিতির সকল সদস্যদের সম্মিলিত প্রয়াসে আমরা এগিয়ে যাচ্ছি,
তিনি আগামীতেও এভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সমিতির দপ্তর সম্পাদক খ্যাতীমান কারী কাজী মুহাম্মদ সাইফুল্লাহর কোরান তেলাওয়াতে শুরু হওয়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন
সমিতির জেলা সহসভাপতি কাজী মুজিবুর রহমান চৌধুরী বেলাল,কাজী এরশাদুল্লাহ, কাজী এনামুল হক, কাজী মুহিব্বুল্লাহ, কাজী মুহাম্মদ হাসান, কাজী নেছার আহমদ,কাজী এড,মুহাম্মদ আবু তৈয়ব , কাজী শুয়াইব, কাজী এম,আবদুল্রাহ আল মামুন,কাজী বেলাল উদ্দীন,,কাজী নুরুল হক, কাজী গিয়াস উদ্দীন,কাজী শরাফতুল ইসলাম,কাজী আবুবক্কর ছিদ্দিকী
কাজী আবদুল মাজেদ,কাজী শফিউল আলম,
কাজী মুজিবুর রহমান,কাজী এইচ,এম,নুরুল আবছার,

  •  
  •  
  •  
  •  
  •