প্রেস বিজ্ঞপ্তি:
আদর্শ কলম সৈনিকদের সমন্বিত প্লাটফর্ম রামু লেখক ফোরামের উদ্যোগে “মাহে রমাযানের তাৎপর্য ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ রমযান, ৬ এপ্রিল) রামু চৌমুহনীর এক হোটেলে অনুষ্ঠিত প্রাণবন্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, নবীন লিখিয়ে হাফেজ মুরশেদ হোছাইন জামিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা, প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলম। প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা, গবেষক আলেমেদ্বীন মাওলানা আ.হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র রামু সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, রামু সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হক, লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, মেরংলোয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি আমজাদ হোসেন, ছড়ুয়া সম্পাদক কামাল হোসেন, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান। বিশেষ আলোচক ছিলেন, রামু লেখক ফোরামের সহ-সভাপতি, তরুণ লেখক হাফেজ সাইফুল ইসলাম, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মাওলানা হাফেজ শওকত আলী।এছাড়াও অনুষ্ঠানে নবীন লিখিয়ে জুনাইদ সৌরভ, আব্দুল্লাহ মাহমুদসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যাবতীয় অনৈতিকতা, মিথ্যাচার, অপসংস্কৃতি, দূর্নীতি, জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে কলমসৈনিকদের অবিরাম সংগ্রামের প্রয়োজনীয়তা অনিবার্য। কুরআনুল কারিম নাযিলের মাস রমাযানুল মোবারকের সুমহান শিক্ষা ও ঈমানদীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে সত্যের পক্ষে শাণিত কলমে ক্ষুরধার লিখনী অব্যাহত রাখার মাধ্যমেই সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণ আন্দোলনের গতিধারা তরান্বিত করতে হবে।
বক্তারা গঠনমূলক লেখালেখি ও সূস্থধারার সাহিত্য -সংস্কৃতি চর্চায় ১৬ বছর ধরে রামু লেখক ফোরামের অবিরাম কর্মপ্রয়াসের প্রশংসা করেন। সেই সাথে তাঁরা সংগঠনটির আদর্শিক অভিযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।