প্রেস বিজ্ঞপ্তি:
দৈনিক আজকের পত্রিকার চকরিয়া প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার (ক্র্যাক’র) সদস্য বাপ্পি শাহরিয়ারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় ক্র্যাক গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। ক্র্যাকের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ এক বিবৃতিতে দাবী করেছেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, নির্যাতন ও হয়রানির বহু অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন দলের সাইনবোর্ড ব্যবহার করে গিয়াস উদ্দিন বনভূমি দখল, সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে ইটভাটা নির্মাণসহ নানা অপরাধ কর্মকা- করে যাচ্ছেন। এমনকি গিয়াস উদ্দিনের হাতে সংখ্যালঘুরাও নিরাপদ নয়। তার হাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু লোক নির্যাতনের শিকার হয়েছেন, যেকারণে গেলবার তিনি ক্ষমতাসীন দলের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়।
সাংবাদিক বাপ্পি শাহরিয়ারের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানান ক্র্যাক নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।