চকরিয়ায় নারী ও কিশোরী কেন্দ্র উদ্বোধন, পাওয়ার টিলার বিতরণ

 

চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলায় কাকারা ইউনিয়নেে নারী ও কিশোরী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ সময় কৃষকদের জন্য একটি পাওয়ার টিলার বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।

মঙ্গলবার বেলা ১টার দিকে ইউনিয়নের দক্ষিণ লোটনি গ্রামে নারীদের জন্য জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফের অর্থায়নে এনজিও সংস্থা আনন্দ ও সিপ এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

কাকারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন।

আনন্দের প্রশিক্ষণ কর্মকর্তা ক্ল্যাসিটা ক্লারা রোজারিও এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনন্দের কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন পাল।

উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসেন বলেন, ‘এ কেন্দ্রে নারী ও কিশোরীরা নানা সুবিধা পাবে। নারী ও কিশোরী ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে স্বল্প খরচে কৃষকেরা পাওয়ার টিলার ব্যবহার করতে পারবে।’

চকরিয়ার ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, ‘নারী এখন সব ক্ষেত্রে সফল হয়ে এগিয়ে যাচ্ছে। নারী ও কিশোরীরা এ কেন্দ্র এসে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারবে। এতে পরিবারের বাড়তি আয়ের সুযোগ হবে। আনন্দ ও সিপ নারী-কিশোরীদের প্রশংসনীয় কাজ করেছেন।’

  •  
  •  
  •  
  •  
  •