রামুতে মসজিদ কমিটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুতে সজিদ কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগকারির বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরতে মানববন্ধন করেছে বড়ঢেপা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীগণ।

মঙ্গলবার (০৭ মে) উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বড়ঢেপা কেন্দ্রীয় জামেমসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃবৃন্দরা জানান, কোনো প্রকার যাচাই-বাচাই না করে কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৪০লাখ টাকা আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ তুলে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ পরিবেশন করান মিজান সিকদার গং। এতে স্থানীয় মুসল্লীদের ধর্মীয় আবেগ অনুভূতিতে আঘাত করার পাশাপাশি ফৌজদারি অপরাধও করেছে মিজান সিকদার গংরা। তাই বিষয়টি নিয়ে জনমনে যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয় সে লক্ষে মানববন্ধনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন বড়ঢেপা কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীরা।

মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাহবুবুল আলম, জহুর আলম, মাহমুদ উল্লাহ, মৌলানা  শামসুল আলম সাবেক ছাত্র লীগ নেতা দেলোয়ারসহ শতাধিক মুসল্লি অংশ নেন।

 

মমসজিদের সাবেক সভাপতি মাহবুবুল আলম বলেন, স্থানীয় মূসল্লীদের দানকৃত নিজস্ব অর্থায়নে আমাদের মসজিদটি পরিচালিত হয়ে আসছে। মসজিদের নিজস্ব আয়ের জন্য ইতোপূর্বে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের অনুদান/বরাদ্দ পাওয়া যায়নি। দীর্ঘ ১৩ বছর ধরে মসজিদের সার্বিক উন্নয়ন, ইমামের বেতন দিয়ে এ পর্যন্ত কমিটির হাতে ২২ হাজার টাকা জমা আছে। যাহা মসজিদ কমিটির রেজুলেশনে লিপিবদ্ধ রয়েছে। এই তথ্যকে গোপন করে আমাদের বিরুদ্ধে ৪০ লাখ টাকা আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ তুলে স্থানীয় অনলাইন পত্রিকা সিবিএন সহ একাধিক অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রচার করে, যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।

মসজিদ প্রত্যেক ধর্মপ্রাণ মূসল্লীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান এবং একটি ধর্মীয় আবেগ অনুভূতির স্থান। জাতির দর্পণ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমকে ব্যবহার করে এই মসজিদের টাকা আত্মসাৎ করার মিথ্যা ও বানোয়াট উদ্ভূট তথ্য ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয় করার পাশাপাশি ব্যক্তি জীবনকে বিষিয়ে তুলেছে। এই ধরনের হীন কর্মকান্ডে সরাসরি সম্পৃক্ত থেকে শৃঙ্খলা পরিপন্থি ও ফৌজদারি অপরাধ করেছেন জনৈক মিজান সিকদার গংরা। মিজান গংয়ের এহেন অপকর্মের বিরুদ্ধে ফূসে উঠেছে স্থানীয় মুসল্লীরা।

  •  
  •  
  •  
  •  
  •