বার্তা পরিবেশক:
রামুতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ আমিনুল হকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এব্যাপারে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ পত্র দায়ের করেন ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাঠ সহকারীদের সাথে অশোভ আচরণ, অফিসে কর্মীদের মাঝে গ্রুপিং তৈরি করে কর্ম পরিবেশ বিনষ্ট, ব্যক্তিগত আক্রোশে মাঠ সহকারীদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমিতিতে বদলি, সহকর্মীদের সাথে কুরুচিপূর্ণ আচরণসহ একাধিক অভিযোগ উল্লেখ করে ওই শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ পত্র দায়ের করেন।
শনিবার (১১মে) রামু পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী স্বাক্ষর সম্বলিত অভিযোগ পত্রটি পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রেরণ করেন।
অভিযোগ পত্রে রামু শাখার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আমিনুল হকের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ হলো- ব্যক্তিগত প্রয়োজনে প্রতি সপ্তাহে একাধিক কর্ম দিবসে শাখায় অনুপস্থিত থেকে স্বাক্ষর করেন তিনি। উপকারভোগী সদস্যদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ক্ষেত্র বিশেষে সদস্যকে অফিসে ডেকে এনে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পছন্দের সদস্যকে লোন না দিলে সংশ্লিষ্ট মাঠ সহকারীকে মানসিক নির্যাতন করেন। মাসের ২৫ তারিখ বেতন দেওয়ার নিয়ম থাকলেও বেতন ভাতা প্রদান না করে মানসিক ও অর্থনৈতিকভাবে কর্মচারীদেরকে নির্যাতন করেন। নারী কর্মীদের মাতৃত্ব ছুটিতে থাকাকালীন প্রাপ্য বেতন ভাতা না দিয়ে আটকে রাখেন। প্রতিদিন কর্মচারীদেরকে হুমকি-ধমকি, চাকুরীচ্যুত, মা-বাবার নাম ধরে শারীরিক নির্যাতনের হুমকি দেন। টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
বিগত দিনে রামুর নালা পাড়া-১ এবাএখা গ্রাম উন্নয়ন সমিতির সদস্য মো. সোহেল ও মো. জসিম নামের দুই ব্যক্তি ১বছর আগে ২০ ও ৫০ হাজার টাকা ঋণ নিয়ে পারিবারিক অসুবিধার কারণে পরিশোধ করতে না পারায় অফিসে এনে অকথ্য ভাষায় গালি গালাজ কিল-ঘুষি, চড়, থাপ্পড় মেরে জখম করে এবং আটকে রাখা ও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠে ব্যবস্থাপক মুহাম্মদ আমিনুল হকের বিরুদ্ধে। এনিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে এলাকার সচেতন মহল সোচ্চার হয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতি পূর্বে ঢাকা ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ পত্র দায়ের করেছিলেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ‘একটি বাড়ি একটি খামার’ এর রামু উপজেলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক এর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য যানা যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান যারা অভিযোগ দিয়েছে তাদের অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়ে তাকে তাইলে উক্ত আমিনুল হকের বিরুদ্ধে ডিপার্টমেন্টলি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।