হাসান তারেক মুকিম,রামু
কক্সবাজারের রামুতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ আমিনুল হকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এব্যাপারে শনিবার(১১মে) তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, মুহাম্মদ আমিনুল হক রামু পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে যোগদানের পর থেকে তার নানান নেতিবাচক কর্মকান্ডে অতিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীগন।
অভিযোগ রয়েছে সপ্তাহের একাধিক কর্ম দিবসে শাখায় অনুপস্থিত থেকেও উপস্থিত খাতায় স্বাক্ষর করেন তিনি। কথায় কথায় অফিসের কর্মচারীদের গালমন্দ ও চাকরীচ্যুত করার হুমকি দেন। পছন্দের সদস্যকে লোন না দিলে সংশ্লিষ্ট মাঠ সহকারীকে মানসিক নির্যাতন করেন এমনকি মাঠ সহকারীদের বিভিন্ন সময়ে বিভিন্ন সমিতিতে বদলি করে আক্রোশের বহিঃপ্রকাশ করেন।
এদিকে মাসের ২৫ তারিখ বেতন দেওয়ার নিয়ম থাকলেও ইচ্ছাকৃতভাবে বেতন ভাতা প্রদান না করে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকভাবে হেনস্থা করেন। পাশাপাশি নারী কর্মীদের মাতৃত্ব ছুটিতে থাকাকালীন প্রাপ্য বেতন ভাতা প্রদান না করে তা আটকে রাখেন বলে নারীকর্মীদের অভিযোগ।
আর্থিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় গৃহ নির্মাণ ঋণ প্রাপ্তির কোন সুযোগ না থাকলেও শাখা ব্যবস্থাপকের ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ন নিয়মবহির্ভূত ভাবে আমিনুল হক হাতিয়ে নিচ্ছেন ২৬ লক্ষ টাকার গৃহ নির্মাণ ঋণ। যা সম্পূর্ন নীতিমালা পরিপন্থি।
এদিকে কর্মকর্তা-কর্মচারীর ন্যায় উপকারভোগী সদস্যদেরও রয়েছে একই অভিযোগ, কোন প্রকার গরমিল হলেই উপকারভোগী সদস্যদের অফিসে ডেকে এনে করেন শারীরিক ও মানসিক নির্যাতন।
রামুর মেরংরোয়া নালা পাড়া-১ এবাএখা গ্রাম উন্নয়ন সমিতির সদস্য মোঃ সোহেল ও মোঃ জসিম নামের দুই উপকারভোগী অভিযোগ করে জানান, এক বছর পূর্বে তারা একজন ২০ হাজার ও আরেকজন ৫০ হাজার টাকা ঋণ গ্রহন করেন। পারিবারিক অসুবিধার কারণে ঋণ পরিশোধ করতে বিলম্ব হওয়ায় তাদেরকে অফিসে ডেকে এনে মা বাবার নাম ধরে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অশ্রাব্য ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে কিল-ঘুষি, চড় ও থাপ্পড় মেরে শারিরীকভাবে জখম করে।
সুত্র জানা যায়, ইতিপূর্বে আমিনুল কক্সবাজার সদর শাখায় যোগদান করার পর সেখানে সমিতি হতে আদায়কৃত সঞ্চয় ও ঋণের টাকা আত্মসাৎ ও ফার্নিচার ক্রয় সংক্রান্ত আর্থিক অনিয়মের কারনে ২০১৫সালে সাময়িক বরখাস্ত হন। পরবর্তীতে জোর তদবির চালিয়ে ৩০মার্চ২০১৬ সালে পুনরায় চাকরিতে যোগদান করতে সক্ষম হলেও লোহাগাড়া শাখায় গিয়ে আবারো আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। ঐ শাখায় যোগদানের পর উপজেলা নির্বাহী অফিসারে অনুমোদন ব্যাতীত ২কোটি ৩৩লক্ষ ৮৫ হাজার টাকা ঋণ বিতরণ করেন। যার কারনে আমিনুল হককে সংশ্লিষ্ট দপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। অদ্যবদি এর কোন সুরাহা হয়নি।
জানতে চাইলে অভিযুক্ত রামু পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক সকল অভিযোগ অস্বীকার করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা- ভিত্তিহীন এবং ষড়যন্ত্র বলে দাবী করেন।
এর মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিলুর রহমান জানান, আমিনুলের নেয়া ব্যক্তিগত গৃহ নির্মান ঋণ বাতিল করা হচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।