রামুতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তিন বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলা বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার (১৯মে ) বিকেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাসেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বহিস্কৃত বিএনপি নেতারা হলেন, রামু উপজেলা বিএনপির উপদেষ্টা আবুল বশর মেম্বার, সহ-সভাপতি কামাল উদ্দিন মেম্বার এবং ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শামশু।

রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।

রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু জানান, উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা ও সহায়তা করার অভিযোগে এ তিনজনকে বহিস্কার করা হয়েছে বলে জানান।

 

  •  
  •  
  •  
  •  
  •