স্টাফ রিপোর্টার,রামু
রামুতে প্রবাসীর স্বত্ব দখলীয় জমি দখলে নিতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(৩০মে) সকাল ১০টায় উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী আবুল হোসেনের পুত্র রফিকুল আলম ৬ জনকে বিবাদী করে রামু থানায় অভিযোগ দিয়েছেন।
আসামীরা হলেন, দক্ষিণ মিঠাছড়ির পশ্চিম উমখালী গ্রামের উজির আলীর পুত্র আবু তাহের (৫০), মাহাবুব আলম (৪০), আব্দুর রহিমের স্ত্রী মুরশিদা আক্তার (২৮),আখি মনি (২০), আবু তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম (৪০) ও ঝিলংজা দরখা পাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী রোকসানা আক্তার (২৫)।
রফিকুল আলম ও অভিযোগ সূত্রে জানা যায়, রামুর উমখালী মৌজার বি. এস ১২৮ খতিয়ানভূক্ত ৪২৩ দাগের ৮ শতক জমি রফিকুল আলমের পৈত্রিক সম্পত্তি হয়। উক্ত সম্পত্তিতে উল্লেখিত বিবাদীদের কোন স্বত্ত্ব দখল নাই। বিবাদীরা দুর্লোভের বশীভূত হয়ে অন্যায় লাভের আশায় তপশীলের জমি জমা জোর পূর্বক দখল করার অপচেষ্টায় তাকে হাঁকাবঁকা করে আসছে। উক্ত ব্যাপারে ১নং বিবাদী আবু তাহের বাদী হইয়া আমার ভাই সামশুল আলম, রাহামত উল্লাহ ও পিতা আবুল হোসেনদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার এর এমআর মামলা নং- ১৬০৫/২০২৩ইং ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারার মামলা দায়ের করি। উক্ত মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে।
এমতাবস্থায় বিজ্ঞ আদালতে মামলা চলাকালীন ৩০/০৫/২০২৪ইং তারিখ সকাল ১০টায় বিবাদীরা হাতে ধারালো দা, লাঠিসোটা সহকারে তপশীলের জমির সীমানার চার পার্শ্বে স্থীত আমার টিনের ঘেরা টেংরা ভাংচুর করিয়া অনুমান ৭০,০০০/- টাকা ক্ষতি সাধন করে। আমি ও আমার বোন জান্নাতুল বকেয়া, মাতা ২নং সাক্ষী আছিয়া খাতুন, পিতা ৩নং সাক্ষী আবুল হোসেন উক্ত ঘটনা দেখিয়া বিবাদীদের গর্হিত হীন কাজের প্রতিবাদ করিলে, সকল বিবাদীরা আমাদেরকে লাঠিসোটা দিয়া মারধর করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। অতঃপর বিবাদীরা তপশীলের জমি জমা জোর পূর্বক দখল করিবে, মিথ্যা মামলায় ফাঁসাইবে বলিয়া হুমকী দেয়। বিবাদীরা যে কোন মুহুর্তে তপশীলের জমি জমা জোর পূর্বক দখল করিতে গেলে, তপশীলের জমিতে বিবাদীদের দ্বারা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে জোর দখল ও শান্তি ভংগ সহ খুন খারাপী হওয়ার আশু সম্ভাবনা বিদ্যমান। এ ব্যাপারে ভুক্তভোগী রফিকুল আলম ও তার পরিবার বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।