রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভা: মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক, রামু:

রামুতে আট স্কুলের অংশগ্রহণে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুর্নীতি দমন কমিশন ‘দুদক’ কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে ও রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই বিতর্ক প্রতিযোগিতা। আগামী ১৫ জুন, শনিবার রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর  ১টা পর্যন্ত প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁকখালী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, জোয়ারিয়ানালা হাজি মুহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়, গর্জনিয়া উচ্চ বিদ্যালয় ও কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে।

গতকাল বুধবার (৫ জুন) সন্ধ্যা ৭টায় রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রামু পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব রতন মল্লীক, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, কক্সবাজার জেলা স্কাউটসের সাবেক সহকারী কমিশনার সুকুমার বড়ুয়া বুলু প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •