শওকত ইসলাম,রামু
শনিবার (৮ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত রামু উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে।
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রামু উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসে এ ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদযাপিত হবে। ৮ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় রামু উপজেলার হিমছড়ী হলে প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার ভূমি মো: সাজ্জাদ জাহিদ রাতুল ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন।
ভূমিসেবা সপ্তাহে রামু উপজেলায় ৪ টি স্টলের মাধ্যমে আগত সেবা প্রার্থীদের সেবা প্রদান করা হবে।
ভূমিসেবা সপ্তাহে যেসব সেবা দেয়া হবে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার। ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবেন।
রামু উপজেলার সহকারি কমিশনার ভূমি মো: সাজ্জাদ জাহিদ রাতুল জানান সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমিসেবা নিশ্চিত করা হবে। ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা বা আটকে থাকা ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সেবা দেয়ার সময় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের কাজে শিথিলতা বা কোনো ধরনের অবহেলা, উদাসীনতা লক্ষ করা গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
সহকারি কমিশনার ভূমি আরো জানান, স্টলে ভূমিসেবা সংক্রান্তে আরও অন্যান্য সেবা প্রদান করা হবে। এগুলো হচ্ছে-অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, বর্তমান ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করণ বিষয়ে তথ্য প্রদান, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা, ই-নামজরির আবেদন গ্রহণ করা, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা, অনলাইনের মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করণের বিষয়ে তথ্য প্রদান, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ। এছাড়া মাঠ পর্চা, রেকর্ড হস্তান্তরসহ জনগণকে সকল সেবা প্রদান করা হবে, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এছাড়া ভূমি সংক্রান্ত যে কোন সেবা সম্পর্কে জানতে ও পেতে ১৬১২২ এ হটলাইন সম্পর্কে অবহিতকরণ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আল গালিব আরো উপস্থিত ছিলেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল সামশুদ্দীন আহমদ পিন্স,কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মোহাম্মদ নোমান, কাউয়াখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম,সাংবাদিক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কানুনগো (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান,ইউনিয়ন ভূমি কর্মকর্তা ধেছুয়াপালং মোহাম্মদ সেলিম,গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃআবুল কাশেম,রামু সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজল কুমার শীল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, জেসমিন আকতার, প্রধান সহকারি হীরা পাল,নাজির আজিজুল হক, ক্রেডিট- কাম- সায়রাত সহকারী
কফিল উদ্দিন,এছাড়াও উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারিরা সহ ৭০/৮০ জন মতো সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন।