রামুতে ফতেখাঁরকুল সদর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ পালিত

 

হাসান তারেক মুকিম:

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রামুর ফতেখাঁরকুল সদর ইউনিয়ন ভূমি অফিসে পালিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪। এ উপলক্ষে মঙ্গলবার  (১১জুন) সাড়ে এগারটায়  ফতেখাঁরকুল সদর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রামু উপজেলার সহকারি কমিশনার ভূমি মো: সাজ্জাদ জাহিদ রাতুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম বলেন, স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, ভূমি বিষয়ক পরামর্শ, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ সহ যাবতীয় সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায়  পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর। এজন্য অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার। তিনি সরকারের পাশাপাশি স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে জন সাধারনের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজল কুমার শীল, গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আবুল কাশেম, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জেসমিন আকতার, প্রধান সহকারি হীরা পাল,নাজির আজিজুল হক, ক্রেডিট- কাম- সায়রাত সহকারী কফিল উদ্দিন, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক, সাংবাদিক সহ শতাধিক সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •