রামুর কাউয়ারখোপে তরুন প্রজন্ম পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের অরাজনৈতিক সংগঠন ইসলামী তরুন প্রজন্ম পরিষদের উদ্যেগে এক মত বিনিময় সভা ২০ জুন বিকেলে অনুষ্টিত হয়,
সভায় বক্তারা বলেছেন সমাজ থেকে মাদক,জুয়া, দুরী করনে ইসলামী গাইড লাইনে আসতে হবে,
বক্তারা আরো বলেন
ইমাম, মুয়াজ্জিন ও খতীবদের বেতন ভাতায় সরকারী পৃষ্টপোষকতার প্রয়োজন
কাউয়ারখোপ বাজার চত্বরে স্হানীয় তরুন প্রজন্ম পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন
বন ও পরিবেশ বিশেষজ্ঞ ড, নাসির উদ্দীন,
আওয়ামীলীগ নেতা ওসমান সরওয়ার মামুন,
বি,এন,পি নেতা মোক্তার আহমদ,মোহাম্মদ হানিফ জিহাদী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি
নুরুল ইসলাম নাহিদ,লেখক
হাফেজ আবুল মন্জুর,
মুহাদ্দিস মাওলানা কলিম উল্লাহ, মাওলানা নুরুল ইসলাম আজিজী,
মুহাদ্দিস মাওলানা মুফতি কামাল হোছাইনের সভাপতিত্বে ও মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন এস,টি এন,সম্পাদক এরশাদুল্রাহ খান,মাওলানা শহিদুল্লাহ, মোহাম্মদ হাসান তালুকদার মেম্বার,মাওলানা মোহাম্মদ মোস্তফা, মুফতি রিয়াজ উদ্দীন কামাল,
সভায় ইসরাইল কতৃক ফিলিস্হিনিদের উপর বর্বর হামলার নিন্দা জানিয়ে ইসরাইলী পন্যে বয়কটের দাবী জানান

  •  
  •  
  •  
  •  
  •