নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে রাসেলস ভাইপার সন্দেহে একটি অজগর সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা। অজগরটি প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের। শনিবার (২২ জুন) সকালে উপজেলার কচ্ছপিয়া দক্ষিন মৌলভীরকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় কৃষক জিয়াবুল ইসলাম নিজের পানের বরজে পরিচর্যা করার সময় সাপটি দেখতে পায়। দেখা মাত্রই সাপটি কৃষক জিয়াবুলকে আক্রমনের উদ্দেশ্যে তার দিকে তেড়ে আসে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং রাসেলস ভাইপার মনে করে অজগর সাপটিকে পিটিয়ে হত্যা করেন। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
বন নিয়ে কাজ করেন স্থানীয় সাংবাদিক হুমায়ুন কবির জানান, পিটিয়ে মারা সাপটি একটি অজগরের বাচ্চা। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুলত এই আতঙ্ক থেকেই সাপ হত্যায় অতিউৎসাহী হয়ে পড়ছে মানুষ।