রামুতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

আবদুল মালেক সিকদার, রামু
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে ২২ শে জুন সকাল ১০ ঘটিকায় রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্টা বাষির্কীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড, ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক দপ্তর সম্পাদক এম এ মন্জুর, সাবেক রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন বড়ুয়া, হানিফ বিন নজির, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সুজন শর্মা,নুরুল কবির হেলাল,সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব,রামু উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রামু প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবদুল মালেক সিকদার, রামু উপজেলা আওয়ামীলীগের সদস্য কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ১১ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আজ ৭৫ বছরে একটা পদার্পন করেছেন।জাতির জনকের ঐতিহাসিক বজ্রকন্ঠের ভাষনের মাধ্যমে এই দেশের স্বাধীনতা রচয়িত হয়েছিল। ।সেই স্বপ্ন পূরনের মাধ্যমে আমরা তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়ায় স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে মুজিব আর্দশের রাজনীতি প্রতিষ্ঠা করার সংগ্রামের ঝাপিয়ে পড়ার আহবান জানান। আলোচনা সভা শেষে আমার সোনার বাংলা সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন , বেলুন ও কবুতর উড়িয়ে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্প মাল্য অর্পণ করেন।

  •  
  •  
  •  
  •  
  •