ফতেখাঁরকুল ইউপি উপনির্বাচনে আমি কেন প্রার্থী হয়েছি…

ফতেখাঁরকুল ইউপি উপনির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পেরেছি এটাই আমার বড় সফলতা। শুরু থেকেই একটি মহল এই উপনির্বাচনে তাদের মনোনীত-পছন্দের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করবে এমন একটি পরিকল্পনায় অগ্রসর হচ্ছিলেন। এরকম একটি প্রেক্ষাপটে আমি মনোনয়ন ফরম কিংবা প্রার্থী না হলে ঠিকই যেকোন একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হত। একই সাথে ফতেখাঁরকুলের মানুষ তাদের ভোটের অধিকার থেকেই বঞ্চিত হত।

পরবর্তীতে একে একে সকল প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ার মাধ্যমে বিষয়টি সহজেই ফতেখাঁরকুলবাসীর সামনে প্রতীয়মান হয়েছে।  আমার মনোনয়ন ফরম নেয়ার পর থেকে প্রত্যাহারের শেষ দিন নানাভাবে আমাকে ম্যানেজ করার অপচেষ্টা করেছিল। কিন্তু আমি অর্থের কাছে নিজের ব্যক্তিত্ব-স্বকীয়তাকে জলাঞ্জলি দিয় নাই। ভোটের আনুষ্ঠানিকতা চলমান রাখাই আমার প্রধান এজেন্ডা ছিল।

আরো একটি বিষয় খোলাসা করতে চাই, আমি আহমরী নির্বাচন করে চেয়ারম্যান হব ঐরকম কোন খায়েশও নিজের মাঝে লালন করি না। আমার প্রতিবাদি অবস্থান থেকে এই উপনির্বাচনে মানুষকে তাদের ভোটের ন্যায্য অধিকার নিশ্চিত করায় ছিল আমার লক্ষ ও উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সে অর্থে আমি সফল।

 

  •  
  •  
  •  
  •  
  •