নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি নাছির উদ্দিন (৩৫) এর উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা কারবারি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্ব হত্যা ও অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধায় হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার স্টেশনের লোহা ও সিমেন্ট ব্যবসায়ী জাহাঙ্গীরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। যা সিসিটিভির ফুটেজে রয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ও যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলম, জাফর আলম ফরিদ আলম সহ চিহ্নিত সন্ত্রাসীরা।
আহত মোঃ নাসির উদ্দিন জানান, রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার স্টেশন এলাকায় সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে সেখানে আগে থেকে অবস্থান করা মাদক কারবারি জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অতর্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এসময় ব্যাপক মারধরের পাশাপাশি অপহরণ করে ক্যাম্প এলাকার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত নাছির উদ্দিন আরও জানান, যুগান্তর পত্রিকায় জাহাঙ্গীরের বিরুদ্ধে শূন্য থেকে কোটিপতি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়া পর দুদক তার বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে মামলা দায়ের করেন। এরই সূত্র ধরে তার উপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খানে আলম বলেন, সন্ধ্যার পরে মাথা ফাটা অবস্থায় সাংবাদিক নাছির উদ্দিনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারী মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।