রামুতে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা মুলক সভা

এম আবদুল্লাহ আল মামুন:
কক্সবাজার উত্তর বনবিভাগের বাঘখালী রেন্জের উদ্যেগে বন্যহাতি রক্ষাকল্পে জন সচেতনতা মুলক এক সভা
৪ নভেম্বর সোমবার বিকেলে পুর্ব কাউয়ারখোপ বড় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়,
সভায় বাঘখালী রেন্জ কর্মকর্তা সরওযার জাহান বলেন হাতি রক্ষায় বিশেষ করে পাহাড়ে বসবাস কারীদের সজাগ থাকতে হবে,
এলাকায় হাতি প্রবেশের সাথে সাথে মসজিদের মাইকে প্রচারের পাশাপাশি বনবিভাগ সহ প্রশাসনকে জানাতে হবে,
তিনি বলেন পৃথিবীতে যতসব বন্যহাতি রযেছে সবিই গননায রয়েছে উপকারী এই প্রানী রক্ষায় এগিযে আসতে হবে
বাকখালী বিট কর্মকর্তা কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্যে রাখেন রামু প্রেস ক্লাবের সহসভাপতি কাজী এম,আবদুল্লাহ আল মামুন, কাউয়ারখোপ বড় মাদ্রাসার সদর মুহতামিম মাওলানা মোহাম্দ মোস্তফা,সাংবাদিক ও যুবনেতা এইচ,এম,বদি, আবদুল শুক্কুর হেটম্যান, আবদুচ্ছালাম,যুবদল নেতা হাবিব উল্লাহ,জসীম উদ্দীন, আমান উল্লাহ জুযেল,
ছাত্রনেতা রিয়াদ।

  •  
  •  
  •  
  •  
  •