হাসান তারেক মুকিম,রামু
কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রভাবশালী সদস্য, রামু উপজেলা ছাত্রলীগের মরণোত্তর সভাপতি মরহুম হোছাইন মাহমুদ রিফাতের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট শনিবার সকাল ১১টায় রামু উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মিলনায়তনে রিফাত স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা মিসবাহ উদ্দিন। সংগঠনের সভাপতি মিঠুন চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন — কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্লাবন বড়ুয়া, রামু স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা দিপংকর বড়ুয়া ধীমান, রামু উপজেলা সৈনিকলীগের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন, রামু উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাংগঠনিক সম্পাদক পূর্ণধন বড়ুয়া, রামু উপজেলা ছাত্রলীগের সদস্য তসলিম উদ্দিন সোহেল, রামু কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম আহ্বায়ক মুবিনুল হাসান নয়ন, রিফাত স্মৃতি সংসদের সহ সভাপতি জনাব আইয়ুব আলী, অর্থ সম্পাদক জনাব মামুন বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব মাশেকুর রহমান মাশেক। উপস্থিত ছিলেন ছাত্রনেতা তপু বড়ুয়া, মোহাম্মদ ইউনুস, নয়ন শর্মা, নয়ন রুদ্র, রবিউল হাসান, উৎস বড়ুয়া, হিমু বড়ুয়া, ইয়াছিন, তপু বড়ুয়া, বিজয় বড়ুয়া, অপু দে, একরামুল হাসান, সাজ্জাদ হোছাইন প্রমূখ। সভায় বক্তরা বলেন হোছাইন মাহমুদ রিফাত রামুর ছাত্র রাজনীতির ইতিহাসে জীবন্ত ভাস্কর্য হয়ে থাকবে। স্বল্প পরিষরের জীবনে তিনি তার সৎ ও যোগ্য নেতৃত্বের কারনে রামুর মানুষের হৃদয়ের মনিকৌঠায় স্থান করে নিয়েছে। তার জীবন আদর্শ লালন করে ছাত্রলীগের নবীন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। স্মরণ সভা উপলক্ষে সংগঠনের দিনব্যাপী কর্মসুচীর মধ্যে কবর জিয়ারত, স্মৃতিচারণ, মোনাজাত ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রামু সূর্যের হাসি ক্লিনিক অসুস্থ রোগীদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।