বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় গুদাম ঘরের দেয়াল চাপায় বানু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের সাপমারা ঝিরি এলাকায় বৃষ্টিতে গুদাম ঘরের দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সে স্থানীয় বাসিন্দার মৃত ওসমান গনি পুত্র। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে লামা পৌরসভার মেয় জহিরুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত তরে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেলা রাজু নাহা জানান, মাটি চাপায় নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।