টেকনাফ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেন্টমার্টিন ফুটবল একাদশ দল চ্যাম্পিয়ন

নুর মোাহাম্মদ, সেন্টমার্টিন :

সারা দেশ থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়ার তৈরি করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যেগে উপজেলা পর্যায়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ অনুষ্টিত হয়। এরই আলোকে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়ও অত্যান্ত ঝাঁকজমক পূর্ন ভাবে ক্রীড়া অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিব্য ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার ১৪ ই সেপ্টেম্বর বিকাল ৪ টায় টেকনাফ উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্টিত হয়। উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হয় টেকনাফ পৌরসভা বনাম সেন্টমার্টিন ফুটবল একাদশ দল,তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ন ও দর্শকদের নৈপুণ্য খেলা দেখায় দুই ফুটবল টিম।নির্ধারিত সময়ের মধ্যে খেলায় কোন পক্ষেই গোল না হওয়ায় সমতার মধ্য দিয়ে শেষ হয়।পরে ট্রাইবেকারে মাধ্যমে উক্ত ফাইনাল খেলা সম্পন্ন হয়। এতে ট্রাইবেকারে ৪-৩ গোলে সেন্টমার্টিন ফুটবল একাদশ টেকনাফ পৌরসভা কে পরাজিত করে।এতে টেকনাফ উপজেলায় সেন্টমার্টিন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফুটবল খেলা শেষে চ্যাম্পিয়ন দল সেন্টমার্টিন ফুটবল একাদশ টিমকে পুরুস্কার তুলে দেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কর্মকর্তা রবিউল হাসান,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদিপ কুমার দাস, কোষ্টগার্ড ষ্টশন কমেন্ডার টেকনাফ, বিজিবি অধিনায়ক টেকনাফ , সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, বাহাদুর, জিয়, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, সেন্টমার্টিন ফুটবল একাদশ দলের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জাহিদ হোসাইন।

  •  
  •  
  •  
  •  
  •