ইসলামী ছাত্রসমাজ তাকওয়া ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ মানুষ তৈরী করছে

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও কক্সবাজার জেলা আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা হাফেজ ছালামতুল্লাহ বলেছেন, উপমহাদেশের কীর্তিমান ওলামা-মশায়েখের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ গতানুগতিক ধারার কোন সংগঠন নয়; বরং এটি আদর্শ মানুষ গড়ার স্বতন্ত্র পাঠশালা। স্বচ্ছ দৃষ্টিকোণ, ঈমানদীপ্ত দর্শন, বিপ্লবাত্মক কর্মনীতি, ঐতিহাসিক সিলেবাস সামনে রেখে প্রাচীনতম এ ছাত্র সংগঠন অর্ধশত বছর যাবৎ নবভী আদর্শের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অভিপ্রায়ে যোগ্য লোকবল তৈরীর মহান দায়িত্ব পালন করছে। এ সংগঠন চায় তরুণদের ইসলামের প্রকৃত প্রতিভু হিসেবে পেশ করতে; যারা সৎ কর্মশীলতা, ইসলামী জ্ঞান-প্রজ্ঞা ও তাকওয়ার দিক দিয়ে হবে সবচাইতে অগ্রসর। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা কর্মপরিষদ আয়োজিত প্রশিক্ষিণ ও পরীক্ষার মাধ্যমে “কর্মী” থেকে ” মুঈন” স্তরে উন্নীতদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একই সাথে তিনি “মুঈন” স্তরে উন্নীতদের শপথনামাও পাঠ করান। ২৬ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার), বিকাল ৩ টায় অস্থায়ী কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংগঠন সচিব, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, নেজামে ইসলাম পার্টি মক্কা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান জিহাদী, সাবেক বিপ্লবী ছাত্রনেতা, পার্টির চকরিয়া পৌর আমীর মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাবেক জেলা সহ-সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামাল উদ্দিন তাওহীদ, কক্সবাজার বীচ পাবলিক স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ এম. আলী আকবর। জেলা প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জায়নুল আবেদীন, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, অর্থ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ, আতাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, উখিয়া উপজেলা প্রতিনিধি মুহাম্মদ বেলাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি মুহাম্মদ আতাউল্লাহ, কক্সবাজার শহর প্রতিনিধি মুহাম্মদ আনিছুর রহমান, কলেজ প্রতিনিধি মুহাম্মদ নবী হোসাইন, রাজারকুল ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফতেখাঁরকুল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন প্রমুখ। উল্লেখ্য, কেন্দ্রীয় মজলিসে শুরা কর্তৃক মনোনীত প্রধান পরীক্ষক, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারীর নির্দেশনায় ২৬ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) সকাল ১০টায় অস্থায়ী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত “মুঈন” স্তর প্রত্যাশী বাছাইকৃত কর্মীদের পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, সাবেক সংগঠন সচিব মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুল খালেক নিজামীসহ নেতৃবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •