কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১০

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জনকে আটক করেছে। গত ৩০/০৯/২০১৯ ইং তারিখ সকাল হতে ০১/১০/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) পুলিশ পরিদর্শ (তদন্ত) জনাব মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই সাইফুল ইসলাম-২, এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এসআই স্বপন কুমার ভৌমিক, এএসআই সাজিদুল ইসলাম, এএসআই মনিরুজ্জামান, এএসআই আশিক হায়দার বাকি, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১ । শ্যামলী বেগম, পিতা- মোঃ সিরাজ মিয়া, সাং- বলিয়া মধ্য পাড়া, থানা- ধামরাই, জেলা-ঢাকা।
২। মোঃ পারভেজ, পিতা- জহির আহাম্মদ, সাং- পুরান পল্লান পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৩। রাজিব শর্মা, পিতা- মতৃ দেবাশীষ শর্মা, সাং- বন্দপাহাড়, থানা ও জেলা- কক্সবাজার।
৪। জাহেদ হোসেন, পিতা- মৃত মোহাম্মদ, সাং- ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৫। খায়রুল সেলিম, পিতা- নুরু মিয়া, সাং- সোনাদিয়া পূর্ব পাড়া, কুতুবজোম, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
৬। দেলোয়ার হোসেন, পিতা- মোঃ হানিফ, সাং- আঞ্জুমা পাড়া, পালংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন ঃ-

১। ছৈয়দ নুর, পিতা- সুলতান আহমদ, সাং- চরপাড়া, খুরুলিয়া ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
২। রিদুয়ান, পিতা- হাবিব উল্লাহ, সাং- পূর্ব নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার।
৩। আবু ফয়েজ প্রঃ চিকন আলী, পিতা- জাফর আলম, সাং- রাঘঘোনা, কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
৪। আব্দুস শুক্কুর, পিতা- মৃত কমল মিয়া, সাং- মালিক মেসার্স গাউছিয়া, প্রধান সড়ক, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •