কক্সবাজারে শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় “শিক্ষা গুরু সম্মাননা পদক -২০১৯” পুরস্কার পেলেন কক্সবাজার কমার্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক শফি উল্লাহ ।
গত শনিবার ৫ অক্টোবর “বিশ্ব শিক্ষক দিবস ২০১৯” উপলক্ষ্যে রাত ৮ ঘটিকায় কক্সবাজারের লাক্সারীয়াস হোটেল বীচওয়ের অডিটরিয়ামে এক জাকজমকপুর্ণ আয়োজনে এ পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনাব শফি উল্লাহর হাতে এ পদক তুলে দেন কক্সবাজার মহিলা কলেজের সম্মানীত অধ্যক্ষ জনাব সোলাইমান । কক্সবাজারে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পদক তার হাতে তুলে দেন তিনি।
এ সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করেন মার্কি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সভাপতি হাসনা হুরাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
প্রভাষক শফি উল্লাহর জন্ম ১৯৮৫ সালের ০১ই র্মাচ কক্সবাজার জেলার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
তিনি কক্সবাজার সরকারী কলেজের বাংলা বিভাগ থেকে ২০০৭ সালে অনার্স ও ২০০৮ সালে মাস্টার্স কৃতিত্বের সাথে পাস করেন। বর্তমানে তিনি কক্সবাজার কমার্স কলেজে বাংলা প্রভাষক হিসেবে কর্মরত আছেন।