এবারে দেবীর আগমন ও প্রস্থান তেমন কোনো শুভবার্তা বয়ে আনেননি!

 

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এবারে দেবীর আগমন ও প্রস্থান তেমন কোনো শুভবার্তা বয়ে আনেননি!
অর্থাৎ তাদের ও দেশের জন্য আগামী বছর সময়টা তেমন ভাল কাটবে না। (হিন্দু ধর্মাবলম্বী ও পন্ডিতদের মন্তব্য আশা করছি।
অবশ্য প্রত্যেক সচেতন লোকই আগাম পরিস্থিতির কিছুটা অনুমান করতে পারছেন!

এ প্রসঙ্গ আমি কেন অবতারণা করলাম?
কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে – “অমুসলিমরা যা বলে, তা ধৈর্য ধরে শোনো।” সুরা ত্বোয়াহা ২০:১৩০
কোরআনের আরো উপদেশ ঘৃণা প্রচার থেকে বিরত থাকার:
“যারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বঞ্ছিত করেছে, তাদের প্রতি ঘৃণা যেন তোমাদেরকে সীমালঙ্ঘন না করায়। যা কিছু ন্যায় এবং ভালো, তা করতে তোমরা একে অন্যকে (অমুসলিমদের) সাহায্য করো। অন্যায় এবং আগ্রাসনে একে অন্যকে কখনই সাহায্য করবে না। আল্লাহর কথা সবসময় মনে রাখবে। তাঁর শাস্তি খুবই কঠিন।” [আল-মায়িদাহ ৫:২]
ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সত্য পথ মিথ্যা থেকে স্পষ্ট হয়ে গেছে।… [আল-বাক্বারাহ ২:২৫৬]

অমুসলিমদের খোদা বা দেবদেবীকে গালি না দেওয়ার নির্দেশ (মুর্তি ভাঙ্গাতো দূরের কথা!):
” আল্লাহ্ কে ছেড়ে যাদেরকে তারা ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। কারণ এতে তারাও সীমালংঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে।” সুরা আল-হাজ্জ: ২২/৭৩

 

#  সাংবাদিক আহমদ গিয়াসের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত।

  •  
  •  
  •  
  •  
  •