জুয়ায় হেরে বিজয়ীর হাতে বউকে তুলে দিল স্বামী

জুয়াতে হেরে স্ত্রীকে বিজয়ীর হাতে তুলে দিলেন ভারতের এক ব্যক্তি। স্ত্রী যেতে না চাওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্চিতও করেন ওই জুয়াড়ি স্বামী।

গালফ নিউজ জানায়, সম্প্রতি বিহারের বাঙ্কা জেলায় এই ঘটনা ঘটে। কিন্তু মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে।

 

ভুক্তভোগী নারীর অভিযোগ থেকে জানা যায়, এক রাতে তিনি ঘুমাচ্ছিলেন। এমন সময় তার স্বামী বিনোদ কুমার শাহ এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে।

বিনোদ তাকে জানায়, এক গ্রামবাসীর সঙ্গে জুয়ার হেরেছে সে। এখন তাকে বিজয়ীর সঙ্গে যেতে হবে।

চন্দা দেবী নামে ওই নারী বলেন,  ‘জুয়া খেলে হেরে সে আমাকে বলে, বিজয়ী সকালে বাড়িতে এসে আমাকে নিয়ে যাবে। আমি যেতে রাজি না হওয়ায় আমাকে সে মারধরও করে। ’

 

 

পরদিন সকালে ওই গ্রামবাসী এসে তাকে জোরপূর্বক নিয়ে যায়। দুইদিন পর তাকে ফেরত পাঠায় বিজয়ী জুয়াড়ি। এরপর তিনি স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কুমার সানি বলেন, ‘আমরা একটি মামলা দায়ের করেছি। এই ব্যাপারে তদন্ত চলছে। ’

  •  
  •  
  •  
  •  
  •