কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মধুরছড়া লম্বাশিয়া-২ ব্লকের স্বামী রবিউল আলমের পিটুনিতে স্ত্রী ফাতেমা বেগম (২১) নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পের অভ্যন্তরে।
এ ঘটনায় ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন রবিউল আলম, হাসিনা বেগম, তসলিমা।
ক্যাম্প পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মধুরছড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ মোবারক হোসেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।