নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও নগদ ২৫ লাখ টাকাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সাথে থাকা ২ জন পালিয়ে যায়। উপজেলার রাজারকুল ইউনিয়নের নারকেল বাগান এলাকায় আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃত নারীর নাম সামিরা বেগম (২৫)। তিনি ওই এলাকার প্রবাসী মোহাম্মদ জয়নালের স্ত্রী। পলাতক অপর দুইজন, একই এলাকার মরহুম মোহাম্মদ ইসলামের পুত্র আবদুর রহমান (৩৮) ও তার স্ত্রী নাসরীন (২৫) বলে জানা গেছে।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে মাটির গর্তে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নগদ ২৫ লাখ টাকাও পাওয়া যায়। এ ব্যাপারে ২ জনকে পলাতক আসামি করে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেন এই কর্মকর্তা।