খালেদ শহীদ, রামু বন্ধুতায় বিকশিত হবে বন্ধুত্ব। অন্তরের গোপন কুঠিরে চির জাগরূক থাকবে বন্ধুত্বের বাঁধন। জীবনের গতিপথের বাঁধাধরা নিয়মেও সে বাঁধন অক্ষুণ্ণ থাকবে। বাঁধা হবে না বয়সও। ৩৮ থেকে ৪৩ বছর পূর্বে গড়া বন্ধুত্ব, চিরচেনা শক্তিতে পরিণত হয়েছে আজ। কর্ম দূরত্ব, আমাদের বন্ধুত্বের বন্ধনকে দূরে রাখতে পারেনি। আমাদের বন্ধুত্বের আঙ্গিনা,