নিজস্ব প্রতিবেদক: রামুর গর্জনিয়ার পশ্চিম বোমাংখিল গ্রামের আনোয়ার হোসেন টমটম গ্যারাজ পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে। তাঁর গ্যারাজের নামে বৈদ্যুতিক মিটার থাকলেও চোরা সংযোগ টেনে গ্যারাজের ব্যবসা চালিয়ে যাচ্ছিল বীরদর্পে। এর ফলে অর্ধশত টমটমের চার্জের বিদ্যুৎ বিল সাধারণ মানুষের গাঢ়ে উঠে যাচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার অভিযান পরিচালনা
নিজস্ব প্রতিবেদক শহরের টেকপাড়ায় বেড়েছে দখলদারদের দৌরাত্ম্য। চৌমুহনীতে ড্রেন দখল করে চলছে ব্যবসা। ইতোমধ্যে দখলদার চক্র বনেছে আঙ্গুল ফুলে কলাগাছ। এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩০ বছর আগে ইজারা নেওয়ার অজুহাতে টেকপাড়া চৌমুহনীতে ড্রেন দখল করে নির্মাণ করা হয় ৮ থেকে ১০টি দোকান।