সম্পদের প্রাচুর্য মানব মল-মুত্রেও! মলকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্র: মুত্রও যেন ‘তরল সোনা’
আহমদ গিয়াস প্রাকৃতিক ব্যবস্থাপনায় বর্জ্য আ অপচয় বলে কিছু নেই, যদি যথাস্থানে যথাযথভাবে ওই বর্জ্যরে ব্যবহার হয়। প্রকৃতিতে অন্যান্য প্রাণীর বর্জের মতোই মানুষের মল-মুত্রও মহা মূল্যবান। প্রতি একর জমিতে সারা বছরের চাষবাসের জন্য মাত্র ১০ জনের মুত্রই সার হিসাবে যথেষ্ট। মানবমুত্র দিয়ে মাছের হরমোন ও জৈব ইট তৈরিও করা হচ্ছে।