নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টারদিকে ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সহকারী সার্জন পদে নব নিয়োগ প্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এসময়, অনুষ্ঠানে যোগদানকৃত চিকিৎসকদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নোবেল কুমার বড়ুয়া।
ইমাম খাইর, কক্সবাজার কক্সবাজারে ২১ জন নতুন সহকারী সার্জন যোগদান করেছেন। ৩৯ তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়ে তারা প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারে নিয়োগ পান। যা জেলার স্বাস্থ্য বিভাগের জন্য মাইলফলক মনে করা হচ্ছে। নতুন নিয়োগ পাওয়া ডাক্তারর গত ১২ মে কক্সবাজার সিভিল সার্জন অফিসে যোগদানপত্র দেন। সিভিল সার্জন অফিস সুত্র