বন্দুক তাক করে পেশাদার খুনি, অল্পের জন্য বাঁচলেন সালমান খান
বিনোদন ডেস্কঃ সালমান খানকে হত্যা করার হুমকি এবং তাকে হত্যার চেষ্টা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ভারতের টাইমস নেটওয়ার্ক এই খবর জানিয়েছে। বর্তমানে চলমান সিধু মোচওয়ালা হত্যাকাণ্ড তদন্তকালে বলিউড ভাইজানকে হত্যা করার এক অপচেষ্টার কথা জানা গেছে।সিধু মোচওয়ালা হত্যাকাণ্ড তদন্তকারী একজন পুলিশ কর্মকর্তা আকস্মিকভাবেই এই ঘটনার কথা জানতে পারেন।